কলকাতা: সদ্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কেন্দ্রীয় হারে ডিএ’র দাবিতে রাজ্যের সঙ্গে অসহযোগিতার হুমকি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মীদের একাংশ। তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, কাজে ফাঁকি দিলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপই করবে রাজ্য। কাজের মূল্যায়নের ভিত্তিতে ওই অফিসার এবং কর্মীদের সোজা ‘টার্মিনেট’ করার পথে হাঁটতেও তাঁর সরকার দ্বিধা করবে না। বুধবার বিকেলে সমস্ত দপ্তরের সচিব এবং জেলা কর্তৃপক্ষকে নিয়ে ‘সমস্যায় সমাধান—জনসংযোগ’ কর্মসূচির বৈঠকে এটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।