দিলীপ কুমার কীর্তনীয়া
পথের পাশে আগুন জ্বেলে
সেঁকে নেবার ধুম।
শীত পড়েছে বড্ডো রকম
লেপের তলায় ঘুম।।
হরেক রকম দৃশ্য পটে
ঝাঁপায় এসে হালুম।
শীত জোছনা ধোঁয়ায় ঢাকে
হয়না কিছুই মালুম।।
প্লাস্টিকের চেয়ার পেতে
পিঠটা সেঁকে নেওয়া।
কি জানি ভাই ওর পিঠেতে
পড়ে না-কি?
গুড়ুম গাড়ুম দেওয়া।।
চাঁদর গায়ে ঢুলছে কেউ বা,
ক্লান্তি জোড়া দে’হ।
ঘুম চোখেতে মুচকি হাসি
খোস গল্পে কে’হ।।
হাত সেঁকছে,পা সেঁকছে
গলির মাথায় ভিড়।
মুখটা ও কেউ নিচ্ছে সেঁকে
সুখ টানেতে বিড়ির।।
ঠ্যাং দুখানা সেঁকতে গিয়ে
তুলছে কে’হ শাড়ি।
আমি হাসি আড় চোখেতে
নাতনি হাসে ভা-রি-হি–।।