দীননাথ চক্রবর্তী
মন পুড়ে যায় ভাব পুড়ে যায় কচুপোড়া সংসারে ,
দেহ পোড়ে জ্বরে জ্বালায় বারে বারে পরিবারে ।
মাগো তুমি দাও পুড়িয়ে ঝরিয়ে স্নেহ নির্জ্বর
চুল্লি জনম খাঁটি পরম জীবাণু শূন্য নির্ঝর ।
আমার সাধন চুল্লি জ্বলেনা মাগো ভক্তি তেজস হাহাকার ,
ব্যর্থ চোখের জলে পুড়ে নিরন্তর চিৎকার ।
ওমা কচুপোড়া জীবনটাকে দাওনা নব অর্থ
সমাজ সংসার পরিবারে মিটুক যত অনর্থ।
পুড়িয়ে পিটিয়ে ঘসে ঘসে শানে শানে শলাকারে ,
আমার মন পুড়ে যায় ভাব পুড়ে যায় কচুপোড়া সংসারে ।