Home Uncategorized আজ শপথ, হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর

আজ শপথ, হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর

153
0

নয়াদিল্লি: ‘পরিবারতন্ত্র’ ইস্যু খতম করতে মরিয়া কংগ্রেস। অক্টোবর মাসে দলের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরে কেউ আসীন হয়েছেন। আর এবার হিমাচল প্রদেশেও রাজপরিবারের হাত থেকে সরিয়ে নেওয়া হল রাজ্যপাটের অধিকার। প্রাক্তন কংগ্রেস নেতা ও মুখ্যমন্ত্রী মহারাজা বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিংকে মুখ্যমন্ত্রী করা হল না। বরং আগাগোড়া সাংগঠনিক নেতা দলের প্রচার কমিটির চেয়ারম্যান সুখবিন্দর সিং সুখুকেই বসানো হচ্ছে হিমাচলের গদিতে। নয়া মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরেই সুখু ধন্যবাদ দিয়েছেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে। তিনি বলেছেন, হিমাচলের মানুষকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করা আমার দায়িত্ব। আমরা রাজ্যের উন্নয়নে কাজ করে যাব। হিমাচলে উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন মুকেশ অগ্নিহোত্রী। সুখু বলেছেন, উপ মুখ্যমন্ত্রী মণীশেরসঘে স্টেজ চেয়ার করা আজ, রবিবার শপথ নেবে নয়া মন্ত্রিসভা।

Previous articleছেলের হাতে খুন অভিনেত্রী
Next articleমান্দৌসে মৃত চার, চেন্নাইয়ের জলমগ্ন রাস্তা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here