বালি উত্তোলন নিয়ে পিকআপ ভ্যান চালকদের অবরোধ

    100
    0

    মাথাভাঙা: রবিবার মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের বাঁশভাঙায় বৈধ বালির খাদানে যাওয়ার রাস্তা আটকে পিকআপ চালকদের বিক্ষোভ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দীর্ষসময় রাস্তা আটকে বিক্ষোভ দেখানোয় বালি নিতে আসা ট্রাক ও ডাম্পার আটকে থাকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা ও শীতলকুচি থানার পুলিস। অবরোধকারীদের বুঝিয়ে পুলিস রাস্তা খুলে দেয়। পিকআপ ভ্যান চালকদের দাবি, বালির খাদান থেকে দিনে একবার রয়্যালটি কাটার পর দিনভর ডাম্পারে করে বালি নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে ওভারলোডিং করে বালি নিয়ে যাওয়া হলেও পুলিস প্রশাসন কিংবা খাদানের ইজারাদার কোনও নজর দিচ্ছেন না। অপরদিকে, পিকআপ চালকদের চড়া দামে রয়্যালটি কাটতে হচ্ছে। 

    ওই বালি খাদান মালিকের অবশ্য দাবি, যে পিকআপ চালকরা রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছে তারা কয়েকটি চোরাই খাদান থেকে বালি তুলত। প্রশাসনের নজরদারিতে সেগুলি বন্ধ হওয়ায় এদিন বাঁশভাঙার বৈধ খাদানে এসে হুজ্জুতি করার চেষ্টা করে। 

    প্রসঙ্গত, জোরপাটকির বাঁশভাঙার ধরলা নদীর খাদান ইজারা নিয়েছেন স্বপন সরকার। অভিযোগ, একবছরেরও বেশি সময় ধরে ধরলা, মানসাই, সুটুঙ্গার কয়েকটি জায়গা থেকে অবৈধভাবে বালি তুলে বিক্রি করছিল এক শ্রেণির পিকআপ চালক। সম্প্রতি ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ পুলিস প্রশাসন অবৈধ খাদানগুলিতে অভিযান চালানোয় বাঁশভাঙার ধরলা নদীর বৈধ খাদানে বালির চাহিদা একলাফে অনেকটাই বেড়ে যায়। এতদিন বিনা পয়সায় বালি নেওয়ার পর টাকা দিয়ে রয়্যালটি কাটতে গিয়ে সমস্যায় পড়ছেন পিকআপ ভ্যান চালকরা। খাদান কর্মীদের দাবি, পিকআপ চালকরা চাইছে একবার রয়্যালটি কেটে সারাদিন বালি নিয়ে যেতে। বাঁশভাঙার খাদান মালিক পক্ষ রাজি না হওয়াতেই এদিন রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন পিকআপ চালকরা। 

    যদিও পিকআপ চালক উমার ফারুক, রমজান মিয়াঁ বলেন, আমরা রয়্যালটি দিয়েই বালি নিয়ে যেতে চাইছি। কিন্তু, ডাম্পার ও ট্রাক চালকরা ওভারলোডিং সহ দিনে একবার রয়্যালটি কেটেই বালি নিয়ে যাচ্ছে। এর প্রতিবাদেই এদিন রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছি। কালীপুজোর ছুটি থাকার পরও ডাম্পার ও ট্রাকে করে বালি নিয়ে যাওয়া হচ্ছিল। তাই অবরোধ ছিল আমাদের। 

    বেডের মালিক স্বপন সরকার বলেন, অনুমতিহীন খাদানগুলি বন্ধ হওয়ায় আমাদের বৈধ খাদান থেকে অবৈধভাবে বালি নিয়ে যাওয়ার দাবি করছে পিকআপ চালকরা। এদিন আমি বাইরে ছিলাম। সবটা জানার পর পুলিসকে জানাই। পুলিসকে লিখিত অভিযোগ জানাব। মাথাভাঙা থানার পুলিস জানিয়েছে, বাঁশভাঙার বালি খাদানে পিকআপ চালকরা সমস্যা তৈরির চেষ্টা করেছিল। পুলিস গিয়ে ওদের সরিয়ে দিয়েছে।

    Previous articleনকশালবাড়িতে লিফটিং চক্র, ধৃত ৩
    Next articleবোলিং দুর্বলতাই ডোবাল: মুদাস্সার

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here