বজবজ: বিধবা কাকিমার ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করল ভাইপো। মদ্যপ অবস্থায় বাড়ি এসে এই কান্ড ঘটায় সে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মহেশতলার চট্টা চালকিপাড়ায়। অভিযুক্তের নাম আরিয়ান মোল্লা। জানা গিয়েছে, ধর্ষণের পর অপরাধ জানাজানি হওয়ার ভয়ে কাকিমাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে ওই নেশাগ্রস্ত। এই ঘটনার পর অজ্ঞান হয়ে যান মহিলা। শ্বাসরোধ করার ফলে কাকিমার মৃত্যু হয়েছে ভেবে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। পুলিস বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নির্যাতিতা মহিলাকে ভর্তি করে। এদিকে, বুধবার এই ঘটনার খবর ছড়িয়ে পড়ায় পড়শিরা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিস বাহিনী। চিকিৎসায় মহিলার জ্ঞান ফিরলে তিনি পুলিশকে বয়ান দেন। সেই বয়ানের ভিত্তিতে পুলিস অভিযুক্ত আরিয়ানকে গ্রেপ্তার করেছে।