কলকাতা: নিরাপত্তাবলয়ে ঘেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছ থেকে শুক্রবার সকালে সন্দেহভাজন এক সশস্ত্র যুবককে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বিএসএফের একটি পরিচয়পত্র দেখিয়ে, মুখে নিজেকে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) অফিসার দাবি করা ওই যুবক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে চাইছিলেন। সন্দেহ হওয়ায় নিরাপত্তা কর্মীরা তাঁর গাড়িতে তল্লাশি চালান। সেখান থেকে মেলে অস্ত্রশস্ত্র এবং পশ্চিমবঙ্গ সরকার লেখা স্টিকার। এছাড়াও আরও কয়েকটি পরিচয়পত্রও মিলেছে। এ সমস্ত তিনি কোথায় পেলেন, তার কোনও সদুত্তর না মেলায় তাঁকে কালীঘাট থানায় নিয়ে যায় পুলিস। সেখানে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পৌঁছে যান এসটিএফ সহ বিভিন্ন নিরাপত্তা ইউনিটের আধিকারিকরা। পরে সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন, ধৃত ব্যক্তির নাম নুর আমিন, বাড়ি আনন্দপুর থানার অন্তর্গত ইএম বাইপাস সংলগ্ন মার্টিন পাড়ায়। তাঁর কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ভোজালি মিলেছে। সঙ্গে মিলেছে কয়েকটি এজেন্সির কার্ড। গত বছর তিনেক ধরে নুর এখানেই থাকতেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তাঁর আসল বাড়ি। মার্টিন পাড়ার শ্বশুর বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। ডেবরা থেকে কলকাতায় এসে ইন্টেরিয়র ডিজাইনের ব্যাবসা করছেন। তাঁর দাবি, তিনি একটি মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত। কিন্তু সশস্ত্র অবস্থায় কী কারণে তিনি মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে চাইছিলেন, তা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছেন পুলিস ও গোয়েন্দা আধিকারিকরা। ইতিমধ্যেই মার্টিন পাড়ায় তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলেছেন তদন্তকারীরা। প্রসঙ্গত বছরখানেক আগে সন্দেশখালির বাসিন্দা হাফিজুল মোল্লা নামে এক ব্যক্তি লোহার রড নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে গ্রেপ্তার হয়েছিল।







