Home State গান্ধী জয়ন্তীতে দিল্লি অভিযান

গান্ধী জয়ন্তীতে দিল্লি অভিযান

132
0

কলকাতা: বাংলার লড়াই এবার দিল্লির দরবারে। শুক্রবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ‘দিল্লি চলো’র ডাক দিয়েছে তৃণমূল। যে দিনটি বেছে নেওয়া হয়েছে, তাও তাৎপর্যপূর্ণ। আগামী ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে এই আন্দোলনের ডাক দিয়েছে তারা। কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। বাংলা থেকে ট্রেনে চেপে লক্ষাধিক মানুষ যাবেন দিল্লি। তঁাদের সঙ্গে যাবেন অভিষেকও। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক খাতে রাজ্যের প্রাপ্য আটকে রাখার প্রতিবাদে কৃষি ভবনের সামনে হবে অবস্থান-বিক্ষোভ। 

এদিন সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘আমাদের যেখানে আটকানো হবে, সেখানে বসে পড়ে দিল্লি পর্যন্ত আওয়াজ পৌঁছে দেব।’ অভিষেক জানান, ১০০ দিনের কাজের প্রকল্পটি মহাত্মা গান্ধীর নামে। তাই তাঁর জন্মদিনকে প্রতিবাদের জন্য বেছে নেওয়া হয়েছে। তাঁর বার্তা, ‘আমরা দিল্লির পায়ে পড়ব না।’
দিল্লির কর্মসূচির ঝাঁঝ বাড়াতে তার আগেই রাজ্যজুড়ে আন্দোলনে যাচ্ছে তৃণমূল। অভিষেক জানান, ৫ আগস্ট রাজ্যের সমস্ত বুথ ও ব্লকস্তরে বিজেপি নেতাদের ‘গণ ঘেরাও’ করা হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে বসবেন তৃণমূল কর্মীরা। বয়স্করা ঘেরাওয়ের আওতার বাইরে থাকবেন। তবে বিজেপি নেতারা বাড়ি থেকে বেরতে পারবেন না। পরে অবশ্য মমতা জানিয়ে দেন, এই কর্মসূচি হবে ব্লকস্তরে। বিজেপি নেতাদের বাড়ি থেকে অন্তত ১০০ মিটার দূরে চলবে ঘেরাও।

Previous articleমুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার যুবক
Next articleউপাচার্যের চেয়ারে পুলিস আধিকারিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here