Home Health অসুখে খাদ্যের ভূমিকা

অসুখে খাদ্যের ভূমিকা

119
0

রিভার্স ফ্যাক্টর নামে সংস্থাটির দাবি, প্রাকৃতিক খাদ্য গ্রহণের মাধ্যমে বহু রোগ সারিয়ে তোলা যায়। দীর্ঘদিন ধরেই তারা ভারতে জীবনযাত্রা এবং সঠিক খাবার নির্বাচনে সাহায্য করার মাধ্যমে বহু রোগীর অসুখ সারিয়ে তুলতে সাহায্য করছে। বিশেষ করে জীবনযাত্রার সমস্যা সংক্রান্ত অসুখ যেমন— উচ্চরক্তচাপ, আর্থ্রাইটিস, থাইরয়েড, হাই কোলেস্টেরল, কনস্টিপেশন, ডায়াবেটিস ইত্যাদি সারিয়ে তোলা যায় সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে। সংস্থার নিউট্রিজিনোমিকস এবং ডিজিজ রিভার্সাল বিশেষজ্ঞ করণ কক্কড় জানিয়েছেন, ভারতে ৬৮ শতাংশ প্রাণহানির কারণ লাইফস্টাইল ডিজিজ। অথচ সঠিক উপায়ে জীবন কাটালে ও খাদ্যগ্রহণ করলে রোগগুলির প্রকোপ কমানো সম্ভব।

Previous articleভালো ঘুমের উপায়!
Next articleঅত্যধিক ঘামের নিরসনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here