LOTTERY AGENT: চরম সঙ্কটে রাজ্যের লটারি বিক্রেতারা

    241
    0

    বনগাঁ, ১৫ অক্টোবর: গ্রামীণ ও পৌর এলাকার হাজার হাজার মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় দৈনিক লটারি বিক্রির মাধ্যমে। এতদিন তাঁদের লটারি প্রতি সামান্য লভ্যাংশের পাশাপাশি পুরস্কার প্রতি সামান্য ভাউচার প্রাপ্তিই ছিল দৈনিক সম্বল। কিন্তু বর্তমানে বিভিন্ন লটারি সংস্থা নিয়মের কড়াকড়ির মধ্যে বাধতে চাইছে সমগ্র ব্যবস্থাটিকে। যার ফলে নাভিশ্বাস উঠেছে সাধারণ লটারি বিক্রেতাদের। দিনের পর দিন তাঁদের ভাউচার কমিয়ে দিচ্ছে বিভিন্ন লটারি সংস্থাগুলি। বিক্রিত টিকিটের সামান্য লাভের উপর এই দুর্মূল্যের বাজারে সংসার চলে না। তার উপর রিটার্ন টিকিট জমা দেওয়ার জন্য OTP চার্জ কাটা হচ্ছে এজেন্টদের থেকে। প্রতি খেলায় ৫ টাকা হিসাবে তাঁদের OTP চার্জ দিতে হচ্ছে। এজেন্টদের দাবি, তারা OTP চার্জ কেন দেবেন? অবিলম্বে এই অমানবিক নিয়ম বন্ধ করা হোক। পাশাপাশি, এজেন্টদের পেশাকে নিরাপদ করতে ভাউচার পূর্বের মতোই রাখা হোক।

    Previous articleনাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত গৃহশিক্ষক
    Next articleআজ সোনা রূপার বাজারদর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here