কলকাতা: বন সহায়ক পদে নিয়োগ সংক্রান্ত রাজ্যের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, দু’হাজার অস্থায়ী কর্মীর প্যানেল বাতিল নিয়ে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশেও আপাতত স্থগিতাদেশ জারি থাকবে। বৃহস্পতিবার জানিয়েছে বিচারপতি ভি এম ভেলুমণি এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
২০২০ সালে বন সহায়ক পদে অস্থায়ী কর্মী নিয়োগের প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। দু’মাসের মধ্যে সেই পুরনো প্যানেল বাতিল করতে বলা হয়। অতঃপর, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু এবং প্যানেল তৈরির নির্দেশ দেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়। এদিন ডিভিশন বেঞ্চ ওই নির্দেশে আগামী ৬ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে।
বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশ চ্যালেঞ্জ করে প্রথমে বিচারপতি বিবেক চৌধুরী এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর গ্রীষ্মাবকাশকালীন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পুরনো প্যানেলের ৫০ জন প্রার্থী। তাঁদের আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় এবং শামিম আহমেদের দাবি ছিল, যাঁরা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন শুধু তাঁদের নিয়োগই বাতিল করা হোক, গোটা প্যানেল বাতিল করা হবে কেন।