কলকাতা: ঘোষণা হয়ে গেল রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই ঘোষণা হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন। আগামী ৮ জুলাই এক দফায় অনুষ্ঠিত হবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। ৬ জুলাই পর্যন্ত নির্বাচনী প্রচার। মনোনয়ন জমা নেওয়া শুরু হবে আগামীকাল শুক্রবার থেকেই। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ জুন। আজ থেকেই চালু হয়ে গেল কোড অফ কন্ডাক্ট। নিরাপত্তার ব্যাপারে রাজ্য পুলিশের উপর ভরসা রাখছে কমিশন।
প্রসঙ্গত, রাজ্যের এক দফায় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী মহল। রাজ্যের বর্তমান যা পরিস্থিতি তাতে কি এক দফায় নির্বাচন করা সম্ভব? প্রশ্ন তুলতে শুরু করেছে রাজ্যের সাধারণ মানুষ। অপর দিকে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী পক্ষের দাবী যে পুলিশ তৃণমূল নেতাদের ভয়ে টেবিলের তলায় লুকায় তারা কি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবে? এর পর বাংলা যদি আবার একটা রক্তাক্ত নির্বাচনের সাক্ষী হয় তার দায় কি নেবেন সদ্য দায়িত্ব প্রাপ্ত কমিশনার রাজীব সিনহা? এটা এখন লাখ টাকার প্রশ্ন।