রানিগঞ্জের কয়লা খনি এলাকায় সিনেমার শ্যুটিং করবেন অক্ষয় কুমার

    198
    0

    কলকাতা: এরাজ্যে সিনেমার শ্যুটিং করবেন অক্ষয় কুমার। রানিগঞ্জে ‘ক্যাপসুল গিল’ নামে একটি ছবির শ্যুটিং করবেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের নভেম্বরে তিনি বাংলায় আসছেন। জানা গিয়েছে, ছবিটির পরিচালনা করছেন টিনু সুরেশ দেশাই। প্রযোজনায় পূজা এন্টারটেইনমেন্ট। এই ছবিটিতে খনি এলাকার মানুষের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে ১৯৮৯ সালে রানিগঞ্জ খনি এলাকায় ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। সেবার বহু কয়লা শ্রমিক খনিতে কাজ করতে গিয়ে আটকে পড়েন। সেই দুর্ঘটনায় ত্রাতার ভূমিকায় ছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং। তিনি নিজের প্রাণের মায়া ত্যাগ করে খনিতে আটকে পড়া বেশ কয়েকজন শ্রমিককে উদ্ধার করেছিলেন। সেই ঘটনার ওপর ভিত্তি করেই কাহিনীটি লেখা হয়েছে। অক্ষয় এখানে অভিনয় করবেন একজন শিখ যুবকের ভূমিকায়।

    Previous articleবিয়ে করলেন গায়িকা পলক মুচ্ছল
    Next articleবিশ্ব ইতিহাসে ১০ নভেম্বর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here