Home State সিঙ্গুরের মঞ্চ থেকে মোদিকে তীব্র আক্রমণ মমতার

সিঙ্গুরের মঞ্চ থেকে মোদিকে তীব্র আক্রমণ মমতার

126
0

চুঁচুড়া: আজ, বুধবার কেন্দ্রীয় সরকারের ‘বঞ্চনার রাজনীতি’ ও ‘হিংসা’র বিরুদ্ধে আন্দোলনে নামবেন তিনি। আম্বেদকরের মূর্তির নীচে বসবেন ধর্নায়। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তারই মহড়া সেরে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের কর্মসূচির উদ্বোধনে এসে ‘কাজে’ ও ‘কথায়’ কেন্দ্রবিরোধী লড়াইয়ের শিঙা ফুঁকে গেলেন দেশের সর্বাধিক চর্চিত বিরোধী নেত্রী। মঙ্গলবার দুপুরে সিঙ্গুরের লাখো মানুষের জমায়েতে সরোষে মুখ্যমন্ত্রী বললেন, ‘একের পর এক মানুষবিরোধী কাজ করছে। কিন্তু কিছু বলা যাবে না। তাহলেই ইডি, সিবিআই পাঠিয়ে দেবে। বাড়ির মেয়েদেরও ছাড়ছে না এজেন্সি। এমনই প্রতিহিংসাপরায়ণ।’ এনিয়ে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকেও মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করেছিলেন বলেই সূত্রের খবর।

Previous articleদুর্গাপুরে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রে বরাদ্দ ৮ হাজার কোটি
Next articleপঞ্চায়েত ভোট মে মাসেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here