বেঙ্গালুরু: এবার বেঙ্গালুরুতে অ্যাপ নির্ভর এক বাইক চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে এক তরুণী। যদিও তার বাড়ী কেরলে। বয়স ২২ বছর। পুলিশ জানিয়েছে, ঐ মহিলা শুক্রবার রাতে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে মদ্যপ অবস্থায় বেরিয়ে অন্য বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য একটি বাইক বুক করেন। রীতিমতো পৌঁছে যান বন্ধুর বাড়ির সামনে। কিন্তু এতটাই মদ্যপ ছিলেন যে হাঁটতে পারছিলেন না। প্রায় অবচেতন অবস্থায় ছিলেন তিনি। তাই বাইক চালক তাঁকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তার একজন পুরুষ ও একজন মহিলা বন্ধু। মহিলার বাড়ি পশ্চিমবঙ্গে। তারপর অবচেতন অবস্থায় তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ঐ তরুণী। সকালে তিনি হাসপাতালে যান। অবস্থা বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে সব জানায়। পুলিশ ঐ মহিলা সহ দুই পুরুষ বন্ধুকে গ্রেপ্তার করেছে।