Home District দুর্গাপুরে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রে বরাদ্দ ৮ হাজার কোটি

দুর্গাপুরে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রে বরাদ্দ ৮ হাজার কোটি

117
0

আসানসোল: বড় অঙ্কের বিনিয়োগ আসছে দুর্গাপুরে। প্রায় আট হাজার কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে ৮০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র। স্টিল সিটিতে এই নয়া প্রকল্লটি গড়ে তুলবে ডিভিসি। দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের জমিতেই গড়ে উঠবে অত্যাধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্র। নতুন প্রকল্পে কর্মসংস্থানও হবে। সংস্থার আশা, সরাসরি কাজ পাবেন তিনশো’রও বেশি লোক। ঠিকাদারের অধীনে নিয়োগ হবে আরও হাজার খানেক। ২০২৮ সালের এপ্রিলের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ডিপিএল ধুঁকছে, ডিটিপিএসের পুরনো ইউনিট গুলি বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় নতুন করে তাপবিদ্যুৎ কারখানা গড়ে উঠায় দুর্গাপুরের নতুন করে শিল্পসম্ভাবনা উজ্জ্বল হচ্ছে বলেই অনেকে আশা করছেন। তার চেয়েও বড় কথা, একেবারে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে উঠবে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি। ফলে, সেভাবে দূষণ ছড়ানোর ভয় থাকছে না। 

Previous articleবিমা সংস্থার খরচ বেঁধে দিল কেন্দ্র
Next articleসিঙ্গুরের মঞ্চ থেকে মোদিকে তীব্র আক্রমণ মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here