Home National আগ্রায় খুনের ঘটনায় পোষা টিয়াই ধরিয়ে দেয় অপরাধীদের

আগ্রায় খুনের ঘটনায় পোষা টিয়াই ধরিয়ে দেয় অপরাধীদের

144
0

আগ্রা: পোষা টিয়াই ধরিয়ে দিয়েছিল খুনিদের। ন’বছর আগের সেই ঘটনায় বৃহস্পতিবার সাজা ঘোষণা হল। অভিযুক্ত দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বিচারক।ঘটনাটি ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারির। সেদিন নিজের বাড়িতেই খুন হন আগ্রার একটি প্রথম সারির দৈনিকের প্রধান সম্পাদক বিজয় শর্মার স্ত্রী নীলম। তদন্তে নামে পুলিস। বিজয় শর্মার বাড়িতে তল্লাশি চালিয়েও পুলিস খুনের কোনও সূত্র সংগ্রহে ব্যর্থ হয়। শেষপর্যন্ত রহস্য ভেদ করে বাড়ির পোষা টিয়াই। সেই বিজয় শর্মার ভাগ্নের (আশু) নাম ফাঁস করে দেয়। পুলিসি জেরায় আশু খুনের কথা স্বীকার করে নেয়। সে জানায়, বন্ধু রনির  সাহায্যেই সে নীলমকে খুন করেছে। ন’বছর পর, বৃহস্পতিবার, সেই খুনের মামলায় সাজা ঘোষণা হল। আশু ও রনির যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন বিশেষ বিচারক মহম্মদ রশিদ। 

Previous articleঅ্যাপ ক্যাব চালকদের বিক্ষোভ
Next articleগরু দান করলেন তেলেঙ্গানার মন্ত্রী, রক্ষা পেল মা হারা শিশু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here