কলকাতা: ক্যাবচালকের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর। নিউটাউনের আকাঙ্খা মোড়ের কাছে এক অভিজাত আবাসনের বাসিন্দা দম্পতির বিরুদ্ধে এই অভিযোগে শনিবার বিক্ষোভ দেখালেন অ্যাপ ক্যাব চালকরা। তাঁদের অভিযোগ, শনিবার সকালে নিউটাউন থেকে ওই দম্পতি একটি ক্যাবে ওঠে। চলন্ত গাড়িতে ওই ব্যক্তি চালকের আসনের উপর পা তুলে দেন। চালক তাঁকে পা নামাতে বললে তিনি অসন্তুষ্ট হন। এরপর আবাসনে পৌঁছে ক্যাবের চালককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে অ্যাপ ক্যাব চালকদের ইউনিয়নের পক্ষ থেকে ওই আবাসনের গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়।