Home Literature বই চাই বইকি

বই চাই বইকি

277
0

দীননাথ চক্রবর্তী

শিরোনামের নীরব সরব অভিব্যক্তিটি …বইয়ের আবশ্যিকতা। আরো একটু গভীরে .,কী সে বই? পাঠ্য বই? নাকি সাহিত্য? অবশ্যই তা সাহিত্য সংস্কৃতির । কেননা তা পতিত মানব জমিন কর্ষণের নামান্তর । কেরিয়ারে পাঠ্যবই আজ উজান তুফান । অনেকটা সীলমোহর থেকে মোহর বিচ্ছিন্ন হয়ে গিয়ে সীলে সীলে নম্বর অর্জনের তীব্র আকাঙ্ক্ষা । সুভাষচন্দ্র বোধহয় অনেক আগেই এটা প্রত্যক্ষ করে ভবিষ্যদ্বাণী করেছিলেন .,”কে বলেছে ছাত্রানাং অধ্যয়নং তপঃ “? ভবিষ্যৎ দ্রষ্টা মহাপুরুষ ।কেরিয়ারের জন্য পাঠ্যবইয়ের করাল দংশন আজ। শিশুকেও আজ রেহাই দেয়নি । দূর অস্ত ঠাকুরমার ঝুলি ,ক্ষীরের পুতুল ,রাক্ষস খোক্ষস ,টুনটুনি ,রূপকথা .,.।তার জায়গায় নেট ইনটারনেট ,মোবাইল .ভিডিও গেম ।স্মার্ট ও ফাস্ট জীবন ব্যস্ততা । যুক্ত হয়েছে রিয়েলিটি সো । এটা সময়ের তরঙ্গ ।কিন্তু জীবন পাঠে প্রয়োজন সচেতনতা । তাই সংঘটিত হচ্ছে সর্বস্তরে বইমেলা । আজ জেলাস্তর থেকে ব্লকস্তরেও। জীবনের সজীবতায় সাহিত্য সংস্কৃতির নেই কোন বিকল্প । ই …বই কখনো দখল করতে পারেনা তার স্থান । জীবনের সবচেয়ে ভালো বন্ধু বই। কেরিয়ার যদি চাঁদ হয় ,তবে সাহিত্য পাঠ হলো রাতের জ্যোৎস্না । এটা বুঝতে হবে সকলকে ,বিশেষ করে অভিভাবককে। প্রশাসনিক অভিভাবক যেমন বইমেলার আয়োজন করছেন ,তেমনি পরিবারের ও ব্যক্তিক অভিভাবককেও গড়ে তুলতে হবে বই পাঠের অভ্যাস । তবেই মানব জমিনের উর্বরতা সম্ভব । এটা যে কোনো নতুন কথা নয় .,.আমরা সকলেই তা জানি । আর সেইজন্যই বই চাই ই ই ই …।

Previous articleযাঁরা তৃণমূলের মিছিল ও জনসভায় যাচ্ছেন, চুপচাপ তাঁরাই বিজেপিতে ভোট দিচ্ছেন
Next articleশঙ্খ ঘোষের স্মরণে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here