Home Kolkata হাওড়া ডিভিশন: ৭০টিরও বেশি ট্রেন বাতিল

হাওড়া ডিভিশন: ৭০টিরও বেশি ট্রেন বাতিল

158
0

হাওড়া: বর্ধমান স্টেশন সংলগ্ন শতবর্ষ প্রাচীন রেল ওভারব্রিজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ধাপে ধাপে এই ভাঙার কাজ হবে। সব মিলিয়ে এই কাজের জন্য ২৪ দিন লাগতে পারে। একারণেই বৃহস্পতিবার ফের ‘মেগা ব্লক’ নিচ্ছে রেল। কাজ চলবে বর্ধমানের ১ ও ২ নম্বর লাইনের উপর। তাই আজ সব মিলিয়ে ৭০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে। বুধবার হাওড়া স্টেশনে একটি সাংবাদিক সম্মেলনে একথা জানান হাওড়া ডিভিশনের ডিআরএম মনীশ জৈন।

Previous articleগুরুগ্রামে গৃহ পরিচারিকার উপর অত্যাচার, ধৃত দম্পতি
Next articleওএমআর শিটে প্রশ্নে দাগ দেখেই খোঁজ মিলত টাকা দেওয়া প্রার্থীদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here