গুরুগ্রাম: বাড়িতে আটকে রেখে কিশোরী পরিচারিকার উপর নির্মম অত্যাচারের অভিযোগে গুরুগ্রামের এক দম্পতিকে গ্রেপ্তার করল পুলিস। তাদের বিরুদ্ধে শিশু সুরক্ষা ও পকসো আইনে দায়ের হয়েছে মামলা। পুলিস জানিয়েছে, গত বছর ঝাড়খণ্ডের ১৩ বছরের ওই কিশোরীকে বাড়িতে পরিচারিকা হিসেবে রেখেছিল ওই দম্পতি তিন মাসের শিশুকন্যাকে দেখভালের জন্য। তার কিছুদিন পর থেকেই ছোট্ট মেয়েটিকে মারধর শুরু করে তারা।
ওই দম্পতি কিশোরীর উপর অকথ্য শারীরিক নির্যাতন চালাচ্ছিল। ঠিকমতো কাজ না করা, খাবার চুরির ধুয়ো তুলে গত কয়েকমাস ধরেই এই অত্যাচার চলছিল। লাঠি দিয়ে চলত মারধর। কিশোরীর গায়ে গরম লোহার শিকের ছ্যাঁকাও দেওয়া হত বলে অভিযোগ। ওই দম্পতি বেসরকারি সংস্থায় কর্মরত। তারা কিশোরীকে দীর্ঘদিন একটি ঘরে তাকে আটকে রেখেছিল বলেও অভিযোগ।