Home Kolkata কল সেন্টার খুলে প্রতারণা, গ্রেপ্তার পাঁচ

কল সেন্টার খুলে প্রতারণা, গ্রেপ্তার পাঁচ

125
0

কলকাতা: ফের কল সেন্টার থেকে কয়েক কোটি টাকার প্রতারণা। এবারও সহজে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে। এই অভিযোগে রহড়া থেকে পাঁচজনকে গ্রেপ্তার করল সিআইডি। বুধবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন সামগ্রী।  সিআইডি সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত কম সুদে ও স্বল্প সময়ে ঋণ দেওয়া হবে বলে জানাত এই সেন্টারে কর্মরত যুবক-যুবতীরা। কেউ রাজি হলে তাঁদের কাছে লিঙ্ক পাঠানো হতো। সেটি ডাউনলোড করা মাত্রই ওই ব্যক্তির অ্যাকাউন্টের দখল নিত প্রতারকরা। কয়েক সেকেন্ডে উধাও হযে যেত অ্যাকাউন্টে থাকা টাকা।

Previous articleহাইটেনশনের খুঁটি স্থানান্তরে চার কোটি টাকা বরাদ্দের আশ্বাস দিলেন অরূপ বিশ্বাস
Next articleমেঘালয়ে তৃণমূল প্রার্থীর উপর হামলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here