নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর: সাধারণ মানুষের মনে পিএম কেয়ার ফান্ডের স্বচ্ছতা নিয়ে ছিল নানা প্রশ্ন। আর এই সংশয়গুলো তৈরি করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। অবশেষে সমালোচকদের মুখে কার্যত ঝামা ঘষে দিলেন মোদী। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে এই সংস্থার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এই ফান্ডের ট্রাস্টি পদে রতন টাটাকে নিযুক্ত করলেন মোদী। এছাড়া আরও দুই জনকে ট্রাস্টি পদে নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন লোকসভার প্রাক্তন স্পিকার কারিয়া মুন্ডা ও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে টি টমাস। ইনফোসিসের প্রাক্তন চেয়ারম্যান সুধামূর্তিকে এই ট্রাস্টির মুখ্য উপদেষ্টা করা হয়েছে। পাশাপাশি, টিচ ফর ইন্ডিয়ার অন্যতম কর্ণধার আনন্দ শাহকেও পিএম কেয়ার ইউনিটের অন্যতম উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, করোনা মহামারীর সময় মুমূর্ষু মানুষের কথা ভেবে এই ফান্ড গঠন করা হয়। এদিন এব্যাপারে প্রধানমন্ত্রী সচিবালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে বলা হয়েছে, এই তহবিল দেশের মানুষের কল্যাণে ব্যবহার করা হয়েছে। প্রায় ৪৩৪৫ জন শিশু-কিশোরকে সাহায্য করা হয়েছে। পিএম কেয়ারের মাধ্যমে এই শিশু কিশোরদের বিভিন্ন জটিল পরিস্থিতি থেকে বাঁচানো সম্ভব হয়েছে।