Home District পঞ্চায়েতে দুর্নীতির তদন্ত দাবি তৃণমূল যুবনেতার

পঞ্চায়েতে দুর্নীতির তদন্ত দাবি তৃণমূল যুবনেতার

155
0

মালদহ: গাজোলের দেওতলা গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির শিকড় আরও গভীরে বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসেরই একাংশ। দুর্নীতির পরিমাণ বেড়ে প্রায় ৮০ কোটি টাকা হতে পারে বলে দাবি ওই তৃণমূল কর্মীদের। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দুর্নীতির তদন্তে যে পদক্ষেপ করা হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। অন্যদিকে, গাজোলে দাবি উঠতে শুরু করেছে ১০০ দিনের কাজের অনিয়ম নিয়ে এখানে এসে তদন্ত করুক কেন্দ্রীয় প্রতিনিধি দলও। শুক্রবার অবশ্য মালদহ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন ন্যাশনাল লেভেল মনিটরিং (এনএলএম) কমিটির সদস্যরা। 

Previous articleগান গাইলেন পুলিস সুপার
Next articleখাতড়ায় সরস্বতী পুজো না হওয়ায় স্কুলগেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here