বাগুইআটি জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র পুলিশের হাতে পাকড়াও

    201
    0

    নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বাগুইআটি জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে হাওড়া স্টেশনের একটি ট্রাভেল এজেন্সির সামনে থেকে তাকে পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে, পুলিশের হাত থেকে রেহাই পেতে অন্য রাজ্যে পালানোর ছক কষেছিল সত্যেন্দ্র। তার কাছে টাকাও ফুরিয়ে যায়। সেজন্য একজন আত্মীয়ের পাঠানো নগদ টাকার অপেক্ষায় ছিল সে। পুলিশ তার আত্মীয় ও ঘনিষ্ঠদের মোবাইল ট্র্যাক করা শুরু করে। এই টাকার জন্য বেশ কয়েকবার একটি মোবাইল নম্বর থেকে ঘনিষ্ঠদের ফোন করে সে। এই ফোন ট্র্যাক করেই সত্যেন্দ্রর গতিবিধি নজরে আসে পুলিশের।
    উল্লেখ্য, তাছাড়া অভিযুক্তর আদি বাড়ি বিহারে। ঘটনার পর পুলিশ ও প্রশাসনিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছিলেন, অভিযুক্ত যদি একবার হাওড়া স্টেশন থেকে ভিন রাজ্যে পালিয়ে যায়, তাহলে তাকে ধরা খুব মুশকিল হবে। সেই আশঙ্কা সত্যি হওয়ার আগেই তাকে কব্জা করল পুলিশ।

    Previous articleদিল্লির রাজপথের নাম পাল্টে নেতাজির মূর্তি বসিয়ে ব্রিটিশের অস্তিত্ত্ব মুছে দিলেন মোদী
    Next article“ঘাটের মড়া” (রম্যরচনা)

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here