কলকাতা: অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ! কিন্তু সেই অ্যাসিড এল কোথা থেকে? হরিদেবপুরকাণ্ডে সেই তদন্তই শুরু করল পুলিস। লালবাজার সূত্রের খবর, ঘটনাস্থল থেকে অ্যাসিডের কোনও বোতল বা শিশি মেলেনি। মৃতার বাসস্থানের উল্টোদিকের একটি বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। তবে সেই ফুটেজে লক্ষ্মীদেবীর হাতে অ্যাসিডের কোনও বোতল বা শিশি দেখা যায়নি। সেখান থেকে প্রায় ৮০ মিটার দূরে পাওয়া গিয়েছে মৃতার দেহ। পুলিসের দাবি, অ্যাসিড খেয়ে অতদূরে হেঁটে যাওয়া সম্ভব নয়। তাহলে কী আগে থেকেই অন্য কোথাও অ্যাসিড রাখা ছিল? সেই বিষয়ে ধৃত প্রতিবেশীদের কোনও সংযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।