কলকাতা: টাকা জমা পড়ার জন্য কাটা ডিপোজিট স্লিপই উধাও। বীরভূমের কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের ভুয়ো অ্যাকাউন্টের ক্ষেত্রে ঘটেছে এই ঘটনা। চাঞ্চল্যকর এই তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। ঘটনায় কয়েকজনের হাত দেখছেন তদন্তকারীরা। তাঁরা সিউড়ির ওই সমবায় ব্যাঙ্কেরই কর্মী। এর সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাঙ্কের কাছ থেকে তা জানতে চাওয়া হয়েছে, ওই ডিপোজিট স্লিপের নথি কীভাবে উধাও হয়ে গেল। কারা কারা টাকা জমা দিতে আসতেন সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এজন্য ওই ব্যাঙ্কের সিসিটিভির ফুটেজ চেয়ে পরীক্ষা করা হচ্ছে।