Home District খড়ের গাদায় আগুন ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে

খড়ের গাদায় আগুন ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে

137
0

জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর বাজার সংলগ্ন এলাকার সুবল সরকারের খড়ের গাদায় আগুন। স্থানীয় সূত্রের জানা গিয়েছে, সোমবার দুপুর একটা নাগাদ তাঁর খড়ের গাদায় আগুন লাগে। এরপর বিষয়টি তাঁদের নজরে আসতেই তারা ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর দেন। তৎক্ষণাৎ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন গিয়ে স্থানীয় ও দমকল-এর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। সুবল সরকার জানান, কী করে আগুন লাগল সেটা বুঝতে পারছি না। ওই সময় আমি দোকানে ছিলাম। খবর পেয়েই ছুটে আসি। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর দাবি, গত এক মাস আগে এই এলাকারই গভীর রাতে চন্দন রায়ের ধানের গাদায় আগুন লাগে। আজকে আবার খড়ের গাদায় আগুন। বারবার একই জায়গায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Previous articleব্ল্যাকমেলের শিকার হয়ে আত্মহত্যা করেছেন ব্যাঙ্ক ম্যানেজার কুলদীপ দাশগুপ্ত
Next articleমহারাজা গম্ভীর সিংহের ১৮৯তম মৃত্যু দিবস পালিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here