মহারাজা গম্ভীর সিংহের ১৮৯তম মৃত্যু দিবস পালিত

    101
    0

    ইম্ফল: সোমবার লক্ষীপুর সমষ্টির পয়লাপুল কামরাঙ্গা এলাকায় আওয়াপল্লী খুম্ভাম নিংসিঙ সংস্থার ব্যবস্থাপনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মণিপুরের প্রাক্তন মহারাজা গম্ভীর সিংহের ১৮৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়l

    এদিন মণিপুর থেকে আগত মিনিস্টার অফ সোশ্যাল ওয়েলফেয়ার, ফিসারি, লেবার এন্ড এমপ্লয়মেন্ট মন্ত্রী হেইকাম ডিঙ্গো সিং প্রয়াত মহারাজা গম্ভীর সিংহের প্রতিমূর্তির ফলক উন্মোচন করেনl

    পরে কামরাঙ্গা এলাকায় সংস্থার সভাপতি সাইখোম মণিমোহন সিংহের সভাপতিত্বে এক সভার আয়োজন করা হয়l এদিনের সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিপুর থেকে আগত মন্ত্রী হেইকাম ডিঙ্গো সিং, মণিপুরের চেয়ারম্যান প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট অথরিটি লওরেমবাম রামেশ্বর মিতেই, শ্রীমতি রিনা সিংহ, খোমাদ্রাম রতন, বেনি মিশ্রা, বাবা চন্দ্র সিংহ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    Previous articleখড়ের গাদায় আগুন ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে
    Next articleবিশ্ব ইতিহাসে ১০ জানুয়ারি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here