হাইলাকান্দি: অটল অমৃত-আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত মাস্টারমাইন্ড শিফা হাসপাতাল ও রিসার্চ সেন্টারের স্বত্বাধিকারী মোফাজ্জল হোসেন বড়ভূঁইয়াকে গ্রেফতার করল হাইলাকান্দি সদর পুলিশ। উল্লেখ্য, যে সম্প্রীতি এই কেলেঙ্কারির জন্য শিফা হাসপাতালের ব্যাংক একাউন্টকে ফ্রিজ করেছিল, হাইলাকান্দি সদর পুলিশের সঙ্গে কেলেঙ্কারিতে জড়িত দুইজন স্বাস্থ্যকর্মী সাবির আহমেদ মজুমদার ও আকবর হোসেনকে গ্রেপ্তার করেছিল সদর পুলিশ কিন্তু মূল মাস্টারমাইন্ড মোফাজ্জল হোসেন বড়ভূঁইয়া পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তবে শেষ রক্ষা হয়নি। আজ গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে হাইলাকান্দি সদর থানার সাব-ইন্সপেক্টর বিধান দাসের নেতৃত্বে হাইলাকান্দি সদর পুলিশের একটি টিম শিলচর পুলিশের সহযোগিতায় এক অভিযান চালিয়ে শিলচরের মেহেরপুর বটের তল এলাকার ভাড়া ঘর থেকে মোফাজ্জল হোসেন বড়ভূঁইয়াকে গ্ৰেফতার করে। এরপর ধৃত মোফাজ্জল হোসেন বড়ভূঁইয়াকে হাইলাকান্দি সদর থানায় এনে মেডিকেল করানোর পর পুলিশ হেফাজতে রাখা হয়।