বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট জব্দ কাছাড়ে

    171
    0

    কাছাড়: কাছাড় পুলিশের ড্রাগস্ বিরোধী অভিযান অব্যাহত। বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট জব্দ কাছাড় জেলার লাইলাপুরে। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে কাছাড় পুলিশ সুপার এব্যাপারে জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাত্রিবেলা ধলাই পুলিশ ও কাছাড়ের পুলিশের যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযানের সময় একটি ১১০টি ট্রাক আটক করা হয়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিশেষ একটি গোপন চেম্বার থেকে ৬২ প্যাকেট থেকে ছয় লক্ষ বিষ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হন কাছাড় পুলিশ। সঙ্গে তিনজন ড্রাগস সরবরাহকারীকে আটক করেন। কাছাড়ের পুলিশ সুপার জানান, ইয়াবা ট্যাবলেট বাইরের রাজ্যে পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল। এই ড্রাগস পাচারকারীদের সাথে যাঁরা জড়িত আছে, অতি সত্ত্বর তাঁদেরকে আটক করা হবে। পাশাপাশি, ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

    Previous articleশিলচরের এক সাংবাদিকের মন্তব্যে চটে লাল তপশিলি সমাজ
    Next articleঅটল অমৃত-আয়ুষ্মান ভারত কেলেঙ্কারীর মাস্টারমাইন্ড মোফাজ্জল হোসেন গ্রেফতার

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here