সিউড়ি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিউড়ির এক শিক্ষক। আক্রান্ত ওই শিক্ষকের নাম বাস্তব দাস। তিনি সিউড়ির কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল হাইস্কুলের রসায়ন বিভাগের শিক্ষক। সহযোগিতায় তাঁর পাশে দাঁড়ালেন সহকর্মী ও তৃণমূল শিক্ষা সেলের সদস্যরা। শনিবার প্রায় দেড় লক্ষ টাকা তুলে দেওয়া হয় ক্যান্সার আক্রান্ত ওই শিক্ষকের হাতে। সহকর্মীরা পাশে থাকায় তিনি মনে যথেষ্ট জোর পেয়েছেন।
জানা গিয়েছে, করোনার আগে বাস্তববাবুর চিকিৎসা শুরু হয় ব্লাড ক্যান্সারের দ্বিতীয় ধাপে। চিকিৎসায় সেসময় তিনি সুস্থ হয়ে ওঠেন প্রায় ২৫লক্ষ টাকা ব্যয়ে।
কিন্তু ফের রোগ ছড়িয়ে পড়ে তাঁর শরীরে। অস্থিমজ্জায় রোগ ছড়িয়ে পড়ায় আরও চিকিৎসার প্রয়োজন হয় তাঁর। চিকিৎসা করতে গিয়ে আগেই সর্বস্বান্ত হয়েছেন। তিনি ভেবে পাচ্ছেন না কীভাবে আবার চিকিৎসা করবেন। বাঁচার ইচ্ছে ব্যক্ত করেন সেকারণে স্কুলের সহকর্মীদের কাছে। তাঁকে আর্থিক সাহায্য করতে নিয়ে এগিয়ে আসেন স্কুলের সহকর্মী ও আশপাশের স্কুলের শিক্ষকরা।
সিউড়ি-১ ব্লকের শিক্ষকরাও নিজেদের মধ্যে অর্থ জোগাড় করতে থাকেন। শনিবার বাস্তববাবুর হাতে তাঁরা এক লক্ষ ৫৬ হাজার টাকা তুলে দেন। পাশে থাকার আশ্বাস দেন আগামী দিনেও। শিক্ষক মহম্মদ হুমায়ুন কবীর, পার্থসারথি ঘোষ বলেন, আমরা এই লড়াইয়ে ওঁর পাশে আছি। অল্প অল্প করে টাকা জোগাড় করে ব্লক ও পুরসভার সমস্ত শিক্ষকরা ওঁর হাতে তুলে দিলাম। এদিকে বাস্তববাবু বলেন, ভাবিনি এভাবে সহকর্মীদের পাশে পাব। আমি সমস্ত আশাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু কতটা টাকা যোগাড় হবে জানি না।