যুবকের পেট থেকে বেরোল লক্ষ্মী ভান্ডার

    157
    0

    কলকাতা: তাজ্জব কান্ড! যুবকের পেট যেন আস্ত একটা লক্ষ্মীর ভান্ডার। নিজের পেটকে টাকা রাখার ভাঁড় এর রূপ দিয়েছেন যুবক। ওই যুবকের পেটের ভেতর থেকে উদ্ধার হয়েছে ১৮৭ টি বাজার চলতি কয়েন। শুনে অবাক হচ্ছেন তো! কিন্তু এটাই সত্যি। ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

    এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে কর্নাটকের বগলকোটের একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তি গত ২-৩ মাস ধরে শুধুই কয়েন খেয়েছিলেন। এরপর গত শনিবার হঠাৎ তার পেটে যন্ত্রণা ও বমি শুরু হয়। হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকদের চক্ষু চড়কগাছ। আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে পেটের ভিতর কয়েনের পাহাড় জমিয়েছেন ওই যুবক।

    অস্ত্রোপচার এর পর মোট ১৮৭ টি কয়েন উদ্ধার হয়েছে। আরও কয়েক দিন দেরি করলে রোগীর বড়ো কোনো ক্ষতি হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

    Previous articleমিশে যাচ্ছে এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা
    Next articleআসামের ডিব্রুগড়ে শিক্ষিকাকে নিগ্রহ করল ছাত্ররা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here