নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চীনের সেনার মধ্যে সংঘর্ষ নিয়ে কেন্দ্রকে আক্রমণ বানিয়েছিলেন। গতকাল সেই আক্রমণের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। জওয়ানদের সঙ্গে নিজের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন রিজিজু। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বোঝাতে এই ছবি টুইট করেন তিনি।
ওয়েস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যেই পড়ে তাওয়াং। যেটা রিজিজুর সংসদীয় কেন্দ্র। টুইটারে তিনি বলেন, ‘রাহুল শুধু ভারতীয় জওয়ানদেরই অপমান করেননি, তিনি দেশের ভাবমূর্তিকেও কলঙ্কিত করেছেন।’ সঙ্গে মন্তব্য, ‘অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের ইয়াংতসে এলাকা এখন সম্পূর্ণ নিরাপদ। ভারতীয় সেনা পর্যাপ্ত পরিমাণে সাহসী জওয়ানদের মোতায়েন করাতেই এটা সম্ভব হয়েছে।’ এদিকে তাঁর টুইট করা ছবি এখনকার কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী মানুষকে বিভ্রান্ত করছেন। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাটে ২০১৯ সালে কেন্দ্রীয় মন্ত্রীর একটি টুইট শেয়ার করে তাঁকে আক্রমণ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি প্রায় ৩০০ লালফৌজ ঢুকে পড়েছিল অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে। ভারতীয় সেনা তাদের রুখে দেয়। সংঘর্ষে জখম হন দুই পক্ষের বেশ কয়েকজন। এই নিয়ে রাহুল গান্ধী কেন্দ্রের সমালোচনা করেন। শুক্রবার তিনি বলেন, ‘হামলা হচ্ছে আমাদের জওয়ানদের উপর। চীন আমাদের ভূখণ্ড কেড়ে নিচ্ছে।’