নয়াদিল্লি: চীনা হ্যাকারের দল এইমসের সার্ভারে সাইবার হানা চালায়। এমনটাই জানা গিয়েছে সরকারের একটি সূত্র থেকে । তবে, তদন্তকারীরা জানতে পেরেছেন কোনও তথ্য বেহাত হয়নি। কোনও ক্ষতি হয়নি। সুরক্ষিত রয়েছে রোগীর লক্ষ লক্ষ নথি। দেশের প্রথম সারির সরকারি হাসপাতালের সার্ভারে গোলযোগ নজরে আসে গত ২৩ নভেম্বর। দিল্লি পুলিসের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন শাখা তার দু’দিন পরই তথ্য চুরি ও সাইবার নাশকতার মামলা রুজু করে। হ্যাকিংয়ের জেরে ভেঙে পড়ে এইমস-এর অনলাইন পরিকাঠামো। খাতায়-কলমে কাজ শুরু হয়। অতিরিক্ত স্টাফ মোতায়েন করতে হয় বিপুল সংখ্যক রোগীর পরিষেবা দিতে। তদন্তে জানা যায়, চীনা হ্যাকাররা এই কাজ করেছে। সেদেশ থেকেই এই সাইবার হামলা হয়েছে।