Home National কংগ্রেসের পৃথক নির্বাচনী ইস্তাহার

কংগ্রেসের পৃথক নির্বাচনী ইস্তাহার

98
0

নয়াদিল্লি: ইন্ডিয়া জোটের নির্বাচনী রণকৌশল চূড়ান্ত হওয়ার আগেই নিজেদের পৃথক নির্বাচনী ইস্তাহার তৈরির প্রক্রিয়া শুরু করল কংগ্রেস। বুধবার দেশবাসীর কাছে ইস্তাহার বিষয়ক প্রস্তাব, পরামর্শ ও সুপারিশ চেয়ে ‘আওয়াজ ভারত কি’ নামে একটি ওয়েবসাইট চালু করেছে কংগ্রেস। পাশাপাশি দেওয়া হয়েছে একটি ইমেল অ্যাড্রেসও। দেশবাসীর অভিমত ও পরামর্শ নিয়েই যে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার তৈরি হবে, তা বুঝিয়েছে হাইকমান্ড। এর মধ্যেই পাঞ্জাবের আসন সমঝোতা ঘিরে তুঙ্গে উঠেছে আপ-কংগ্রেস টানাপোড়েন। এদিন আলোচনায় বসেছিলেন আপ নেতা রাঘব চাড্ডা ও কংগ্রেসের পবন বনসল। তার মধ্যেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানান, পাঞ্জাবের ১৩টি আসনই আসবে আপের ঝুলিতে। পাল্টা কেজরিওয়াল ও মানকে ‘হিটলার’ বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া।

Previous articleঅবহেলায় পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ ট্যাঙ্ক
Next articleআগামী বছরে ৭ শতাংশ হারে আর্থিক বৃদ্ধি,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here