শিলং: তিনদিনের সফর শেষে মেঘালয় থেকে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নড়েচড়ে বসেছে বিজেপি। শিলংয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইংরেজী নতুন বছরের (২০২৩) শুরুতেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বর্তমানে মেঘালয়ে তৃণমূল কংগ্রেসই প্রধান বিরোধী দল। সেজন্য ২০২৩-এর বিধানসভা নির্বাচনে সরাসরি শাসকদলকে চ্যালেঞ্জ জানাতে একদফা সফর সেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক। বাংলার উন্নয়নকে হাতিয়ার করে আসন্ন নির্বাচনে বিজেপি ও ন্যাশনাল পিপলস পার্টির বিরুদ্ধে জোরদার লড়াইয়ে নামতে প্রস্তুত তৃণমূল।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, পরিস্থিতি টের পেয়েই তড়িঘড়ি মেঘালয়ে মোদিকে নিয়ে আসছে গেরুয়া শিবির। আগামী ১৮ ডিসেম্বর মেঘালয়ে আসবেন মোদি। ওই দিন বিজেপির রাজ্য সদর কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি। সেই সঙ্গে একটি জনসভাও করবেন।
মেঘালয়ে তৃণমূল প্রধান বিরোধী দলের মর্যাদা অর্জন করলেও ত্রিপুরার বিধানসভা নির্বাচনে কখনও প্রার্থী দেয়নি তৃণমূল কংগ্রেস। তবে পুরভোটে লড়লেছে দল। তাই এবার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে তৃণমূল। টক্কর দিতে প্রস্তুত হচ্ছে বিজেপিও।
গতবার মেঘালয়ে মাত্র দু’টি বিধানসভা আসন জিতেছিল বিজেপি। ফলে একক সংখ্যাগরিষ্ঠতায় মেঘালয় জয় যে সম্ভব নয়, তা ভালোভাবেই জানেন বিজেপির ভোট ম্যানেজাররা। এই আবহে তৃণমূল বলছে, মেঘালয়ের ৬০টি আসনে বিজেপি প্রার্থী খুঁজে পাবে না।