19 শে এপ্রিল, মুম্বাই: রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাবকে 6 উইকেটে হারাল দিল্লি। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চার উইকেটের বিনিময়ে 195 রান তোলে পাঞ্জাব। এরপর দিল্লি 196 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে। 18 ওভার 2 বলে চার উইকেটের বিনিময়ে 198 রান তুলে জয় ছিনিয়ে নেয় ধাওয়ানের দল।







