নবান্ন অভিযানে উত্তাল শহর, পুলিশের গাড়িতে আগুন

    205
    0

    কলকাতা, ১৩ সেপ্টেম্বর: মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে শহরজুড়ে ধুন্ধুমার কান্ড। একদিকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিল, আর একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মিছিল। ত্রিফলা আক্রমণে মানুষে পুলিশে তোলপাড় শুরু হয়ে যায় শহর জুড়ে।

    পুলিশ ব্যারিকেড করে বন্ধ করে দেয় শহর সংলগ্ন বড় বড় রাস্তা ও জাতীয় সড়কগুলি। মিছিল থামাতে শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা ও লকেট চট্টোপাধ্যায়দের পুলিশ আটক করতেই বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে লালবাজার চত্বর। মহাত্মাগান্ধী রোডে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের জিপ। এদিকে বার বার উত্তেজনা ছড়ায় সাঁতরাগাছি এলাকায়। বিক্ষোভকারীদের হঠাতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। কোথাও কোথাও লাঠিচার্জও করে পুলিশ। কলেজ স্ট্রিটেও একই পরিস্থিতির সৃষ্টি হয়।

    Previous articleবাংলার ১১ হাজার কারিগরি পড়ুয়াদের নিয়োগ
    Next articleঅভিষেকের নতুন তৃণমূল ক্ষমতায় এলে মানুষের মাথায় গুলি করবে, বললেন সুকান্ত মজুমদার

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here