নয়াদিল্লি: গুজরাত ভোটের প্রচারে গোধরা পরবর্তী হিংসার স্মৃতি উস্কে দেওয়ার অভিযাগ উঠেছিল অমিত শাহের বিরুদ্ধে। গত মাসে খেড়া জেলার একটি সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল, ২০০২ সালে ‘ওদের’ উচিত ‘শিক্ষা’ দিয়েছি আমরা। ‘দাঙ্গাকারী’দের জেলে ভরেছি। ফলে তারপর থেকে গুজরাতে আর দাঙ্গা হয়নি। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়েছে। শাহের ওই মন্তব্যে দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। বিরোধীদের অভিযোগ, গুজরাত ভোটে মেরুকরণের লক্ষ্যেই ওই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। হিংসার জন্য বকলমে মুসলিম সম্প্রদায়কে দায়ী করে ভোটের আগে হিন্দুত্বের তাস খেলেন তিনি। যদিও ওই মন্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্লিনচিট দিল নির্বাচন কমিশন। শনিবার কমিশন সূত্রে একথা জানা গিয়েছে।





