নিজস্ব সংবাদদাতা, বক্রেশ্বর, ৩০ জুলাই: বক্রেশ্বরে আজ সকালে অকস্মাৎ প্রয়াত হলেন বর্ষীয়ান সিপিএম নেতা তারাগতি দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শেষ বয়সেও তিনি বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। জানা গিয়েছে, ৬০ এর দশকে ছাত্রজীবন থেকে তিনি বামফ্রন্টের সদস্য ছিলেন। শনিবার তাঁর প্রয়ানে শোকের ছায়া নামে গোটা বক্রেশ্বর এলাকায়।