রাজ্যপাল পদে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার প্রথম বক্তব্য রাখেন সি ভি আনন্দ বোস। কলকাতা এনআরএস হাসপাতালের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগদান করেন রাজ্যপাল। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামীতে সারা বিশ্বকে পথ দেখাবে ভারত। আর ভারতকে পথ দেখাবে বাংলা। রাজ্যপালের এই বক্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
উল্লেখ্য, শপথ নেওয়ার সময় তিনি বলেছিলেন, আমি বাংলার জন্য কাজ করব। তার জন্য আমি প্রতিদিন একটি করে বাংলা শব্দ শিখব। আর এদিন তিনি এই কথা বলে বাংলার প্রতি যথেষ্ট আন্তরিকতা প্রকাশ করলেন। যা রাজ্যের বাঙালী বুদ্ধিজীবী থেকে রাজনৈতিক মহল সব স্তরের মানুষকে আশ্বস্ত করেছে।