কলকাতা: রাজ্যে তৈরি হতে চলেছে আরও একটি বৃহৎ ও পূর্ণাঙ্গ বিমানবন্দর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ সংক্রান্ত নির্দেশে তোড়জোড় শুরু হয়েছে নবান্নে। মালদহের গাজোলে ৫০০ একর জমিতে গড়ে উঠবে প্রস্তাবিত এই বিমানবন্দর। এখানে প্রায় দু’হাজার মিটার দৈর্ঘ্যের রানওয়ে তৈরির পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ বড়সড় বিমান অনায়াসে ওঠানামা করতে পারবে।
প্রশাসনিক সূত্রে খবর, বিমানবন্দর তৈরি নিয়ে মে মাসের শেষ দিকে বিস্তারিত আলোচনা করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তারপর গাজোলে সংশ্লিষ্ট খাস জমিতে সমীক্ষা চালিয়ে প্রস্তাবিত বিমানবন্দরের নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যস্তরের আধিকারিকদের তত্ত্বাবধানে সেই কাজ শুরু করেছে জেলা প্রশাসন। জমি সংক্রান্ত সামগ্রিক রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যে নবান্নে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।