সিঁড়ি থেকে পড়ে গুরুতর জখম গায়ক জুবিন নটিয়াল

    193
    0

    মুম্বই, ২ ডিসেম্বর: হাসপাতালে ভর্তি গায়ক জুবিন নটিয়াল। সিঁড়ি দিয়ে পড়ে গিয়েই দুর্ঘটনা। গতকাল ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটে। তাঁকে ইতিমধ্যেই মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুবিনের কনুই ভেঙে গিয়েছে। তাঁর পাঁজরেও গুরুতর আঘাত লেগেছে। মাথাতেও চোট পেয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গায়কের ডান হাতে অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর সকল অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনা করছেন।

    Previous articleদীঘা উপকূলে নতুন সামুদ্রিক প্রাণীর সন্ধান
    Next articleভারতকে পথ দেখাবে বাংলা: সিভি আনন্দ বোস

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here