Home National এবার অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সুকেশের

এবার অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সুকেশের

209
0

নয়াদিল্লি, ১২ নভেম্বর: ২০০ কোটি টাকা তোলাবাজির মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের নিশানা করলেন তিনি। তাঁর দাবি, আন্তর্জাতিক পত্রিকায় দিল্লির (আপ) সরকারের সাফল্যের খবর ছাপতে টাকা খরচ করেছিলেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি পাল্টা বলেন, বিজেপির শেখানো বুলি আওড়াচ্ছেন সুকেশ। আপ প্রধান বলেন, বিজেপি সুকেশকেই দলের সভাপতি করুক। কারণ, ওর দলীয় প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে।
সম্প্রতি একের পর এক অভিযোগ করায় সুকেশকে ‘ঠগ’ বলে বিঁধেছিলেন কেজরিওয়াল। এজন্য নতুন চিঠিতে সুকেশ চ্যালেঞ্জ ছুঁড়েছেন, কেজরি, সত্যেন্দ্র ও আমার একসঙ্গে পলিগ্রাফি টেস্ট ও লাই ডিটেকশন করা হোক। সুকেশের সঙ্গে সুর মিলিয়ে বিজেপিও লাই ডিটেকশন টেস্টের দাবি জানিয়েছে। তার পরিপ্রেক্ষিতে দিল্লির মুখ্যমন্ত্রীর ঠেস, সুকেশকে তো স্টার ক্যাম্পেনার হিসেবে ব্যবহার করছে বিজেপি।
বিগত কয়েকদিন ধরে দিল্লির মুখ্যমন্ত্রী ও তাঁর জেলবন্দি মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন সুকেশ। চিঠির আকারে তা পাঠাচ্ছেন দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর ভি কে সাক্সেনার কাছে। এদিনও নয়া একটি পত্রবোমা ছুড়েছেন সুকেশ। গুরুগ্রামের একটি পাঁচতারা হোটেলে সত্যেন্দ্রর সঙ্গে বৈঠক করেন তাঁর দুই বন্ধু। সেখানে আন্তর্জাতিক সংবাদপত্রের প্রথম পাতায় এসংক্রান্ত খবর ও সাক্ষাত্কার প্রকাশের জন্য মোটা টাকার চুক্তি হয়।


Previous articleবিহারে ক্যাটারিং কর্মীদের সঙ্গে কনে পক্ষের সংঘর্ষ, গুরুতর জখম ৩
Next articleব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে আরবিআইয়ের আপত্তি, বিপাকে কেন্দ্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here