গুয়াহাটি: ছাত্র পড়াশোনা করছে না। অভিভাবককে ডেকে তাই নালিশ জানিয়েছেন ইতিহাসের শিক্ষিকা। আর তারই মাশুল দিতে হল পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই শিক্ষিকাকে। স্কুল চত্বরে একদল ছাত্রের হাতে অসম্মানিত হয় ওই শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে আসামের ডিব্রুগড় জেলার জওহর নভোদয় বিদ্যালয়ে।
জানা গিয়েছে, স্কুলের ছাত্ররা তাঁকে চুলের মুঠি ধরে মারধর করে বলে অভিযোগ। দশম ও একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্র এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি ওই শিক্ষিকার। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও অবধি পুলিশের কাছে এফআইআর করা হয়নি। অন্যদিকে নিপীড়িত ওই শিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর পরিস্থিতি আশঙ্কাজনক।