কলকাতা, ১৭ নভেম্বর: অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করা নিয়ে শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্য ও কমিশনের অবস্থান যদি এক না হয় তাহলে কমিশন ভেঙে দেওয়া হোক। এদিকে এই মামলার শুনানিতে কমিশনের আইনজীবী বলেন, যাঁরা ইতিমধ্যে চাকরি হারিয়েছেন, তাঁদের পুনরায় নিয়োগের জন্য শূন্য পদ সৃষ্টি করতে হবে। কারণ, তাঁদের সংসার আছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি বসু ক্ষুব্ধ হন। তিনি বলেন, এরা যদি স্কুলে শিক্ষকতা করেন, তাহলে ছাত্র ছাত্রীদের ক্ষতি হবে। তাঁদের অন্য কোথাও নিয়োগ দেওয়া হোক।