ঝাড়গ্রাম, ১৬ নভেম্বর: রাজ্যে নেই শিল্প। সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান নিয়ে একাধিক সংশয়। নিয়োগ দুর্নীতি। তারই মাঝে জঙ্গলমহলে গিয়ে চপ বানিয়ে ক্রেতাদের রীতিমতো তাক লাগিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, গতকাল বেলপাহাড়ি থেকে সভা সেরে ঝাড়গ্রামে ফেরার পথে ঘটে এই ঘটনা। সেখানে একটি চপের দোকান দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। দোকানটি স্থানীয় এক ব্যক্তির। দোকানিকে তিনি চপ তৈরি করতে সাহায্য করেন। নিজেই চপ তৈরি করে ভাজা শুরু করে দেন। এরপর প্লেট সাজিয়ে হাক ডাক করে চপ বিক্রি করতে শুরু করেন। মুখ্যমন্ত্রীকে দেখে ভিড় জমান স্থানীয়রা। ফলে অন্যান্য দিনের তুলনায় দোকানির বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। নিমেষের মধ্যেই বিক্রি হয়ে যায় দোকানির সমস্ত চপ। অনেকের ধারণা, শিক্ষিত হলেও চপ বিক্রি করাটা যে লজ্জার নয়, মমতা এভাবে সেটাই প্রতিষ্ঠিত করতে চাইছেন। আবার অনেকের বক্তব্য, বিরোধীদের চপ শিল্প কটাক্ষকে ভুল প্রমাণ করতে এভাবে চপ বিক্রি করছেন মমতা।