Home National করোনা নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনা নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

218
0

নিজস্ব সংবাদদাতা, নতুনদিল্লি: বড়দিনে করোনা নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওমিক্রন নিয়ে দেশজুড়ে উদ্বেগের মধ্যে মোদির এই ঘোষণায় আশ্বস্ত হলেন দেশের স্বাস্থ্যকর্মী থেকে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ। বড়দিনের সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শোনালেন একাধিক সিদ্ধান্তের কথা। ৩ জানুয়ারিতে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। বুস্টার ডোজ দেওয়া হবে ৬০ বছরের উর্ধ্বে মানুষদের। এছাড়া প্রথম সারির কর্মী, করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়া হবে। তবে চিকিৎসকের পরামর্শ বয়স্কদের বুস্টার ডোজ নেওয়ার নিদান দেওয়া হয়েছে। বুস্টার ডোজের পাশাপাশি, দেশে দ্রুত ন্যাজাল টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ওমিক্রন নিয়ে অযথা চিন্তার কোনও কারণ নেই। বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩ জানুয়ারিতে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। বুস্টার ডোজ দেওয়া হবে ৬০ বছরের উর্ধ্বে মানুষদের। এছাড়া প্রথম সারির কর্মী, করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়া হবে। তবে চিকিৎসকের পরামর্শ বয়স্কদের বুস্টার ডোজ নেওয়ার নিদান দেওয়া হয়েছে। বুস্টার ডোজের পাশাপাশি, দেশে দ্রুত ন্যাজাল টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে কয়েকদিন ধরে শিশুদের টিকাকরণের ব্যাপারে জলঘোলা হচ্ছিল। বিভিন্ন মহল থেকে কেন্দ্রের উপির চাপ বাড়ছিল। কেন্দ্রও শিশুদের টিকাকরণের ছাড়পত্র না পাওয়া অবধি কিছুই করতে পারছিল না। অবশেষে ২৫ ডিসেম্বর ডিসিজিআই ভারত বায়োটেককে ১২ থেকে ১৮ বছরের নাবালকদের জরুরি ভিত্তিতে টিকাকরণের অনুমতি দিয়েছে। আর এই ছাড়পত্র পাওয়ার পরই কেন্দ্র দ্রুত এই সিদ্ধান্ত নিল বলে মনে করছে বুদ্ধিজীবী মহল। তিনি তার ভাষণে আরও বলেন, ওমিক্রন নিয়ে অযথা চিন্তার কোনও কারণ নেই। এই মুহুর্তে দেশে ১৮ লক্ষ আইসোলেশন বেড রয়েছে। অক্সিজেনের সুবিধাযুক্ত বেড রয়েছে ৫ লক্ষ। আইসিইউ বেড রয়েছে এক লক্ষ ৪০ হাজার। ৯০ হাজার পেডিয়াট্রিক আইসিইউ ও নন আইসিইউ বেড রয়েছে। চার লক্ষ অক্সিজেন সিলিন্ডার দেশবাসীর জন্য সরবরাহ করা হয়েছে। সারাদেশে ৩ হাজার অক্সিজেন প্লান্ট রয়েছে। অতএব যে কোন জরুরী পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ সব সময় প্রস্তুত।

Previous articleবড়দিনেও রাস্তায় পড়ে আছে মেধাতালিকাভুক্ত অনশনরত এসএসসি বঞ্চিত শিক্ষকরা
Next articleশুভ চেতনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here