নয়াদিল্লি: দেশের বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি আরও আধুনিক করতে চান দেশের বিচারব্যবস্থাকে। সেজন্য তিনি বদল চান ঔপনিবেশিক ধ্যান-ধারণার। বিচারব্যবস্থায় বৈষম্য দূর করতে চান তিনি। এব্যাপারে মঙ্গলবার সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আইনজীবীদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, জেলা আদালত থেকে বিচার ব্যবস্থার বদল আনতে হবে। তাহলেই গোটা দেশের বিচারব্যবস্থার পরিবর্তন সম্ভব হবে। জেলা আদালতকে গুরুত্বহীন করে রাখা যাবে না। নিম্ন আদালত মানে নিম্ন আদালত-এটা একটা ঔপনিবেশিক ধারণা। উচ্চ আদালতের সঙ্গে নিম্ন আদালতের তফাৎ ঘোচাতে হবে। হাইকোর্টের বিচারকরা যখন খবর খান তখন অন্য বিচারকরা দাঁড়িয়ে থাকেন। এমনকি তাঁদেরকে খাবার পরিবেশনও করতে দেখা যায়।